নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:১৪। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৮:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফুটানো, সকল প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন এবং পূজামন্ডপের আশেপাশে ও প্রতিমা বিসর্জনকালে সকল ধরণের মাদক দ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ সংক্রান্তে গণবিজ্ঞপ্তি দিয়েছে আরএমপি।

আরও পড়ুনঃ  যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর হতে ০২ অক্টোবর পর্যন্ত পূজা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ), ২৯ এর ১(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, ব্যবহার এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামন্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে কোনো ধরণের মাদক দ্রব্য হেরোইন, প্যাথেডিন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, দেশী ও বিদেশী মদ এবং (স্প্রিট/এলকোহল) ও নেশাজাতীয় দ্রব্য সেবন এবং পূজা বিসর্জনের দিন উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের ‘সেঞ্চুরি’

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৫ সেপ্টেম্বর আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।