নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। ভোর ৫:০০। ১ অক্টোবর, ২০২৫।

শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা

সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে এই উৎসব আরো প্রাণবন্ত হয়ে উঠুক।

মঙ্গলবার রাঙামাটি জেলা শহরের গর্জনতলী ও তবলছড়ি কালী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনের স্বীকৃতি মানে ইসরায়েলের গলায় ছুরি ধরা : নেতানিয়াহু

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অর্থনৈতিক সচ্ছলতা ও গুণগত শিক্ষা অপরিহার্য।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দর টানা ৮দিন বন্ধ

পাহাড়ের মানুষ শিক্ষিত ও সচেতন হলে সমস্যা আরো কম হবে। আমাদের দরকার গুণগত শিক্ষা – যা মানুষকে ভালো-মন্দ বুঝতে শেখাবে, প্ররোচনার বাইরে রাখবে। পাহাড়িদের মধ্যে গুণগত শিক্ষা ছড়িয়ে পড়লে তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  চলচ্চিত্রে ফিরছেন পপি, তবে নায়িকা হিসেবে নয়

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ জেলা পরিষদের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।