স্টাফ রির্পোটার : রাজশাহীর বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান করেছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। রোববার সকালে নগরীর সপুরা এলাকায় প্রধান কার্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়।
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ্।
বিশেষ অতিথি ছিলেন এমআরএর পরিচালক ইয়াকুব হোসাইন, এডি পঙ্কজ কুমার ও আশ্রয় সংস্থার সিইও তৌফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাপলার এইচআরডির সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি ক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ বলেন, এই টাকা কোনভাবেই নষ্ট করা যাবেনা, শিক্ষা ক্ষেত্রেই এই টাকা ব্যয় করতে হবে। মোবাইলে অনেক ভাল কিছু আছে খারাপ পরিহার করে ভালগুলো গ্রহণ করতে হবে। সন্তানের প্রতি নজর রাখার জন্য অভিভাবকদের আহবান জানান তিনি।
প্রধান অতিথি ২৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রতিজনকে প্রতিমাসে ১২০০ হিসেবে তিন মাসে প্রতিজনকে ৩৬০০টাকা করে মোট ৮৬,৪০০ টাকা প্রদান করেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
6