মাহাবুর রহমান মনি, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার হাটমাধনগর আলিম মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, ভোকেশনাল, কেজি স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে হাট মাধনগর চাকরিজীবী ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের উদ্যোগে হাটমাধনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাট মাধনগর চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান।
সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানসহ অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।
হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা বাজারে বা মোড়ে বসে সময় না কাটিয়ে সন্তানদের পাশে বসে পড়াশোনায় সহায়তা করুন।”
হাট মাধনগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছেলে-মেয়ে শিক্ষিত হলে শিক্ষিত হবে গোটা দেশ।” শিক্ষকদের শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে সার্বিক যোগাযোগ স্থাপন করতে হবে। তিনি আরও বলেন, সাধারণ শিক্ষা থেকে আলিম মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ না থাকায় শিক্ষার্থী সংকট দেখা দিচ্ছে আলীম মাদ্রাসায়।
অত্র মাদ্রাসার সভাপতি ও সাবেক ব্যাংকার আব্দুস সামাদ বলেন, “শিক্ষার চার আনা হয় শিক্ষা প্রতিষ্ঠানে আর বাকি বারো আনা শিক্ষার্থীদের শিখতে হবে নিজ পরিবারে। শিক্ষক শুধু পুঁথিগত বিদ্যা দিতে পারেন, তবে মূল্যবোধ শেখাতে হবে পরিবার থেকেই।”
সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, “ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবক— উভয়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
সভায় হাটমাধনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, “অভিভাবকদের সঠিক সাড়া না পাওয়া এবং শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার সঠিক ব্যবহার না হওয়ায় শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে।
এস আই (পিবিআই) মাইনুল ইসলাম বলেন, শিক্ষক – শিক্ষার্থীদের আরও সচেতন হতে হবে, যেন সবাই সঠিক সময়ে প্রতিষ্ঠানে আসে এবং নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করে। শিক্ষক – শিক্ষার্থীদের কর্মের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের পুরস্কৃত করতে হবে।
হাটমাধনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং আইসিটি বিষয়ের শিক্ষক মোঃ আব্দুর রশিদ বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় বিগত দিনে অনেক ত্রুটি ছিল এখন সেগুলো পরিবর্তন হচ্ছে। সে অনুযায়ী আমাদেরকেও পরিবর্তন হতে হবে। শিক্ষক এবং কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিত থেকে তাঁর নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।
এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিজিওনাল ম্যানেজার আব্দুর রহমান বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া দরকার। শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতে হবে। শিক্ষার পরিবেশ রক্ষায় প্রয়োজনে সিসি ক্যামেরা স্থাপন ও ডিজিটাল হাজিরা চালু করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ নজরুল ইসলাম কাজী, এসআই ডিএসবি, মোঃ আব্দুর রশিদ জোনাল ম্যানেজার আরএফএল, মোঃ আব্দুল বারী, অফিসার ডাচ বাংলা ব্যাংকসহ হাট মাধনগর চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলগণ, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দ।