নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১২:০১। ২ আগস্ট, ২০২৫।

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে রুয়েট ভিসির নির্দেশনা

সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:৪১
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়ন করতে নির্দেশনা দিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পাশাপাশি কিউএস র‌্যাকিংয়ে অগ্রগতির বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা ও সম্প্রসারণ দপ্তর এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) এক সমন্বয় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রুয়েটের কিউএস র‌্যাকিং কমিটির সভাপতি এবং গবেষণা ও সম্প্রারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। সভায় রুয়েটের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডীন, দপ্তর প্রধান, বিভাগীয় প্রধানেরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  চারঘাটের শতবর্ষী ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় অফিস সহায়কের কাছে অসহায় শিক্ষক-শিক্ষার্থীরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।