স্টাফ রির্পোটার : বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮.০০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালি শেষে নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী’র স্মৃতিস্তম্ভে রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সচিব ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন সহ বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
সকাল ৮.৩০ টায় বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. হাবিবুর রহমান। ড. মো: মোয়াজ্জেম হোসেন তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একই প্লাটফর্মে দাঁড়িয়ে সবাইকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্বপালন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক জনাব মো. মুঞ্জুর রহমান খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের সকল শ্রেণির কর্মকর্তাসহ অফিসার্স কল্যাণ সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।