শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মোবারকপুর ইউনিয়নবাসীকে উন্নত চিকিৎসা সেবা দিতে ইউনিয়ন পরিষদ ও এলজিএসপির অর্থায়নে একটি আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমান মিঞার সভাপতিত্বে এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আবু ইকবাল পাশা, নামোটিকোরী মাদ্রাসার অধ্যক্ষ আঃ সালাম। মোবারকপুর ইউপির সচিব আঃ লতিফ এর সঞ্চালনায় উপস্থিতি ছিলেন, ওয়ার্ড সদস্য নেফাউর রহমানসহ মোবারকপুর ইউনিয়নের সকল সদস্যগণ, শিক্ষক, ইমাম ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ১৩ লাখ টাকা ব্যয়ে এ্যাম্বুলেন্সটির উদ্বোধন করা হয়। এ এ্যাম্বুলেন্সটি অত্র ইউনিয়নের বিভিন্ন রোগে ভুক্তভোগী রোগীদের স্বল্প খরচে দ্রুত চিকিৎসা সেবা দিতে সহায়তা করবে।