শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ক্লাবে মন্টু ডাক্তার স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে আতসবাজি ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় বিজয় নিশান দল বনাম মুক্তিযুদ্ধ দল অংশ নেয়।
এ সময় মনাকষা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাদ্দাম আলী, সাংবাদিক ইফতেখার আলম ।