শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ্র) প্রতিনিধি : শিবগঞ্জে র্যাবের অভিযান ৪৭৭বোতর ফেনসিডিরসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটক কৃত যুবক দুইজন হলো আটককৃরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর বাহাদুর মোড়র গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯) ও কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রমজান আলীর ছেলে কালাম আলী (২৮)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর মোড়ে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার একটি আভিযািিনক দল অভিযান চালিয়ে তিনটি প্লাষ্টিকের বস্তা থেকে ৪৭৭ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত দুই যুবককে ফেনসিডিল মামলায় গ্রেফতার দেখি্েরয় থানা পুলিশের সহায়তায় জেলা কারাগারে পাঠাােন হয়েছে।