শিবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রেসক্লাবের আহ্বায়ক মো. জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক মো. ফরহাদ আলী, প্রফুল্ল কুমার রবিদাস, সাবেক সভাপতি মোহা. সফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, সদস্য তৌহিদুল আলম টিয়া, মো. নুরতাজ আলম, এম. রফিকুল ইসলাম, মো. মামুর-উর-রশিদ, মো. শরিফুল ইসলাম, মো. শাহ আলম, এইচ.এম সারওয়ার রফিক ও আশফাকুর রহমান রাসেল। আলোচনা সভায় প্রেসক্লাবের সার্বিক বিষয়াদি, গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ট তথ্য নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের জন্য আহ্বান ও সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে শিবগঞ্জ উপজেলার প্রয়াত নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের উদ্ধোধনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পথযাত্রা শুরু হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩