স্টাফ রিপোর্টার : নগরীতে অনুমতি না নিয়ে সভা চলাকালে শিবির সন্দেহে পদ্মা যুব সংঘ নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের সভা বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার(২৫ সেপ্টেম্বর) শাহমখদুম কলেজে বিকেলে সভা চলাকালে পুলিশের সন্দেহ হলে সংগঠক ৪ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। রাত ৯ টা পর্যন্ত এ জিজ্ঞাসাবাদ চলছিলো।
জিজ্ঞাসাবাদ চলাকালে বোয়ালিয়া থানা অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ বলেন, তারা শিবির কি না এটা আমরা নিশ্চিত না। আমরা এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলছি। এখানে যারা অতিথি হিসেবে এসেছিলো তাদের আমরা ছেড়ে দিয়েছি। এখন আমরা সংগঠক ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছি।
তিনি আরো জানান, আমরা তাদের গ্রেফতার করিনি। তারা বলছে তারা সেচ্ছাসেবী সংগঠন। তারা করোনাকালে ত্রাণ বিতরণ করেছে। তারা মাদক নিয়ে কাজ করছেন। আমরা তাদের কার্যক্রমগুলো দেখছি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩