নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১২:৪০। ৯ মে, ২০২৫।

শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু করবো : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মার্চ ৭, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ  বলেছেন, শারীরিক গঠন এবং মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি প্রতিবন্ধী শিশুদের ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধী বুঝি না, আমরা বুঝি প্রতিবন্ধীরা আমাদের কাছে সকলে শিশু। আমরা শুধু বুঝি যে কোনো পরিবেশে, যে কোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমারা বদ্ধপরিকর। 

তিনি আজ জাতীয় সংসদের পশ্চিম পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস’ ২০২৫ উপলক্ষ্যে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে প্রতিবন্ধী মহিলা ক্রীড়া বিদদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং জাতীয় ক্রীড়াবিদদের জন্য প্রস্তুতকৃত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের শুভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক  (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল্লাহ ইসলাম ভূঁইয়া বক্তৃতা করেন। 

উপদেষ্টা বলেন ,সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিশুদের প্রতি আমাদের নিবেদন, আমাদের ভাবনা, আমাদের চিন্তা গভীরভাবে উপলব্ধি করছি এবং তাদের যেখানে যেখানে সম্ভব সেখানে তাদেরকে এগিয়ে দেব এবং তাদের স্বশক্তি দিয়ে তারাও দাঁড়াবে এ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা প্রতিবন্ধী মহিলা ক্রীড়াবিদদের ফুটবল খেলা উপভোগ করেন। পরে তিনি প্রতিটি খেলোয়াড়দের মধ্যে মেডেল প্রদান করেন এবং চ্যাম্পিয়ন লাল দলকে ট্রফি ও রানার্সআপ সবুজ দলকেও ট্রফি প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।