আতাহার আলী,বাঘা : রাজশাহীর বাঘায় অসহায় দরীদ্র শীতার্থদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। বুধবার( ৬ জানুয়ারী ) সকাল ১০ টায় মিমের নানার বাড়ি এলাকা নারায়নপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে প্রায় ৫০০ পরিবারের মাঝে তাঁর পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান পিন্টু, বাঘা উপজেলা আ.লীগ যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক ওয়াহিদ সাদিক কবির, হীন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাবেক সভাপতি শান্তি রঞ্জন সরকার, আ.লীগ নেতা মাসুদ রানা তিলু, ধিরেন্দ্রনাথ সরকার প্রমুখ।
কম্বল বিতরন অনুষ্ঠানে মিমের ছোট মামা বিশ্বনাথ সাহা বলেন, শুধু বাঘাতে নয়, দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দরীদ্র জনগোষ্টির মাঝে পর্যায়ক্রমে আমার ভাগ্নি ত্রান, বস্ত্র এবং এখন শীত নিবারনের জন্য কম্বল বিতরন করছেন। দরীদ্র জনগোষ্টির পাশে দাঁড়ানো এটা তার পারিবারিক ভাবেই পাওয়া গুনাবলী।
এ সময় মিমের বড় মামা অবসর প্রাপ্ত শিক্ষক স্বপন সাহা বলেন, ব্যস্ততার কারনে মিম আপনাদের মাঝে উপস্থিত হতে না পারলেও তার ভালোবাসা আপনাদের মাঝে পৌছে দিয়েছেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা আশরাফুল ইসলাম বাবুল বলেন, আমাদের এলাকারই উজ্জল তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত ব্যাক্তিগত উদ্যেেগে যে ভাবে দুস্থদের সহায়তা প্রদান করছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। এখন শীত মৌসুম। সে কারনেই স্বাভাবিক ভাবেই এখন শীতের তীব্রতা অনেক বেশী। আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত তাদের উচিৎ, মিমের মতো আর্তমানবতার সেবাই এগীয়ে আসা।
5