নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৭:৩৬। ১৯ জুলাই, ২০২৫।

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

জুলাই ১৬, ২০২৫ ১১:২৫
Link Copied!

অনলাইন ডেস্ক : রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। তাতে শুরুতেই বিপাকে পড়ে টাইগাররা। তবে তিনে নেমে সেই বিপদ সামাল দিয়েছেন লিটন।

রানের খাতা খুলার আগেই উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন দাস ও তানজিদ তামিম। এই দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান তুলে বাংলাদেশ। তিনে নেমে ২৬ বলে ৩২ রান করেছেন অধিনায়ক।

আরও পড়ুনঃ  একই দিনে একই শাস্তি পেলেন হ্যারি পটারের দুই তারকা

৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য আরো প্রয়োজন ৬৬ বল থেকে ৫৭ রান।

আরও পড়ুনঃ  বগুড়ায় বৃদ্ধা শাশুড়ি ও পুত্রবধূ হত্যা, আশঙ্কাজনক নাতনি

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।