অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজানুর রহমান সুধা সদনের বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে আটক করে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ওসি বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে ।-বাসস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।