স্টাফ রিপোর্টার: বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিজয় দিবসের আগের দিন গতকাল বুধবার নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। কৃতজ্ঞতা জানানো হয় তাঁদের অবদানের জন্য।
মহান বিজয় দিবস উপলক্ষে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী কলেজ। এসময় কলেজের ১২৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে কলেজ প্রশাসন। বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।
এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধারা। মহান মুক্তিযুদ্ধে রাজশাহী অঞ্চলে মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর যখন আমরা বাড়ি ফিরি তখন শত শত মানুষ আমাদের জড়িয়ে ধরেছিল। সেইদিনের আবেগ-অনুভূতি আর ভালোবাসা আমাদের বিস্মিত করেছিল।
আমাদের এই জাতি পাকিস্তানি শোষকগোষ্ঠী থেকে মুক্তির জন্য মুখিয়ে ছিল। মহান মুক্তিযুদ্ধ সেই আকাঙ্খা পূরণের সফল অধ্যায়। বিজয়ের ৫০ বছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সত্যিই প্রশংসনীয়। রাজশাহী কলেজের পক্ষ থেকে তাদের সম্মাননা প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধারা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদসহ কলেজের প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ও মহান বিজয় দিবসে আরএমপি ক্রীড়া প্রতিযোগিতা
স্টাফ রির্পোটার : ফুটবল ফাইনালের মধ্যে দিয়ে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা।
১৫ ডিসেম্বর বিকেল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।
খেলা শেষে পুলিশ কমিশনার মহোদয় ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল(নারী), ব্যাডমিন্টন, ক্যারামবোর্ড, দাবা, কাবাডি খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী, বিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।