নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। ভোর ৫:৩৫। ১০ মে, ২০২৫।

সংবিধান অনুযায়ী নির্বাচন করবে কমিশন : রাষ্ট্রপতি

মে ১৭, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী একটি স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। আজ বুধবার দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে সমাবেশে এ কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে, আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, চিকিৎসক মনোয়ারুল আজিজ।

বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তাঁর অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।