সময়ের কথা ডেস্ক : বছরজুরে বিতর্কে থাকলেও কাজের বেলায় ঠিকঠাক কঙ্গনা রনৌত। সম্প্রতি ঝুলিতে এসেছে চতুর্থ জাতীয় পুরস্কার। নতুন ছবি, অভিনয় নিয়ে আরও বেশি ভাববেন, সেটাই স্বাভাবিক। কিন্তু বলিউডের কুইনের চোখে সংসার-সন্তানের স্বপ্ন। চাইছেন, তার জীবনে এমন কেউ আসবেন, যিনি তার ভালমন্দ মেনে নিয়েই ভালবাসবেন। তবে কি বিয়ের ফুল ফুটতে চলেছেন কঙ্গনার?
এক্ষুণি না হলেও আগামী পাঁচ বছরের মধ্যে যে তিনি ঘরে-বরে থিতু হবেন- এমনই ইঙ্গিত দিয়েছেন কঙ্গনা।
হরভজনকে বিয়ের পর যে কারণে অভিনয় ছেড়েছেন গীতাহরভজনকে বিয়ের পর যে কারণে অভিনয় ছেড়েছেন গীতা
ভারতীয় একটি গণমাধ্যমকে কঙ্গনা বলেন, ‘আগামী পাঁচ বছরে সব হবে। আমিও সংসারী হতে চাই। একাধিক সন্তানের মা হতে চাই। স্বপ্ন দেখি, আমার সাজানো সংসার আগলাবে আমার স্বপ্নের পুরুষ। যে ভালয়-মন্দয় ঘিরে থাকবে আমায়।
তবে কি স্বপ্নে দেখা রাজপুত্রের সন্ধান পেয়েই গিয়েছেন কঙ্গনা? সাংবাদিকদের প্রশ্নে সঙ্গে সঙ্গে সংযত থালাইভি। ছোট্ট উত্তরে জানালেন, স্বপ্নের পুরুষের সন্ধান পেয়েছেন তিনি। খুব শিড়গিরই তার কথা জানবেন সকলে।
1