স্টাফ রিপোর্টার : রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বলেছেন, আমাদের যে কোনো কাজ হবে পেশাদারিত্ব, দেশপ্রেম এবং অবশ্যই দক্ষতার সঙ্গে। আমরা রাজশাহীর আট থানার আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই। আমরা দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসমুক্ত রাজশাহী গড়তে চাই।
তিনি বলেন, সন্ত্রাসী যেই হোক না কেন তার পরিচয় সন্ত্রাসী। কোন দল কোন মত আমরা চিনি না। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আর মাদকের ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি আছে। সেটার পরিবর্তন হয়নি। আমরাও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করব।
কক্সবাজার থেকে এসে রাজশাহীতে যোগ দেয়ার পর বুধবার সকালে জেলা পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসপি বলেন, রাজশাহীর একটা সমস্যা আছে। এতদিন দূর থেকে জেনে এসেছি যে, এখানে এক সময় জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। সেটা যদিও এখন নিয়ন্ত্রণে আছে, তবে এদের বিশ্বাস করা যায় না। এরা যে কোনো সময় আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এখানে সর্বহারা নামে যে একটা গ্রুপ ছিল তাদেরও এখন আর প্রভাব নেই। যে কোনো সন্ত্রাসী ঘটনার ক্ষেত্রে দলমত নির্বিশেষে আমাদের অবস্থান থাকবে একদম কঠোর।
মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সুমন দে, ইফতেখায়ের আলমসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
20