নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৫:১৩। ১৭ সেপ্টেম্বর, ২০২৫।

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ক কমিটি গঠন

সেপ্টেম্বর ২, ২০২৪ ৬:৪৮
Link Copied!

অনলাইন ডেস্ক: সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান তার অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুনঃ  ‘দুপুর ১টার মধ্যে শেষ হবে জাকসু নির্বাচনের ভোট গণনা’

কমিটির আহবায়ক করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিবকে এবং সদস্য সচিব হিসেবে কাজ করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত উইং প্রধান।

এছাড়াও কমিটির সদস্যরা হলেন, জাতীয় রাজস্য বোর্ড (এন বি আর) প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি ও কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল ( সি এন্ড এ জি)’র প্রতিনিধি।

আরও পড়ুনঃ  লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগের নেতা-কর্মীদের

সিনিয়র সচিব বলেন, এ কমিটি সম্পদ বিবরণীর একটি সার্বজনীন ফরম তৈরি করবে। আগামী পনের দিনের মধ্যে ফরমটি চূড়ান্ত করা হবে। কিভাবে বিবরণী দাখিল করতে হবে সে বিষয়েও সরকারের সিদ্ধান্ত এ সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুনঃ  যারা রাস্তা অবরোধ করেছে, তারা কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বিবরণী সকল পর্যায়ের কর্মচারীকে জমা দিতে হবে জানিয়ে মোখলেস উর রহমান বলেন, এর ফলে সম্পদ বিবরণী একটা বার্তা যাবে। যাতে দুর্নীতির বিরুদ্ধে একটি বার্তা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।