নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:০৮। ১৪ মে, ২০২৫।

সাঁথিয়ায় বাস ও অটোভ্যানের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

ডিসেম্বর ২১, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বাস ও অটোভ্যানের সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও দুজন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আতাইকুলা থানার তেলকুপি এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ হলেন সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রত্না বেগম (৪০)। আহত দুজনের মধ্যে ভ্যানচালকের নাম পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন একই উপজেলার তেলকুপি গ্রামের মোছেব খাঁর ছেলে কালু খাঁ (৪২)।

আরও পড়ুনঃ  সাবেক ডিআইজি নুরুল ইসলামের সহযোগী আল-মামুন আটক

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় হাসান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে বেড়া উপজেলার দিকে যাচ্ছিল। আর অটোভ্যানটি যাত্রী নিয়ে মাধপুর বাজার থেকে আতাইকুলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তেলকুপি নামক স্থানে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  শাহবাগ ছেড়ে আন্দোলনকারীরা এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে

সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের চাপায় ভ্যানের যাত্রী গৃহবধূ রত্না বেগম নিহত হন। আহত হন ভ্যানচালকসহ দুজন। আহতদের মধ্যে ভ্যানচালক কালু খাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

এসআই মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক। সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।