নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৩:৪৮। ১০ মে, ২০২৫।

সারাদেশ থেকে স্পিনার খুঁজতে যাচ্ছে বিসিবি

মার্চ ২৯, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : একসময় দেশের ক্রিকেটে নিয়মিত বোলিং হান্ট হতে দেখা যেত। বিশেষ করে পেস বোলিং হান্ট। সময়ের পরিক্রমায় সেটা কমতে শুরু করেছে। তবে এবার দেশের বিভিন্ন স্থান থেকে স্পিনার খুঁজে বের করতে নামছে বিসিবি। চলতি বছরের জুনে তরুণ স্পিনার খুঁজতে ‘স্পিনার হান্ট’ কার্য্রক্রম পরিচালনা করবে বিসিবি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে খোঁজা হবে সব ধরনের স্পিনার। গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার ঢাকা পোস্টকে জানিয়েছেন এই স্পিনার হান্টের কথা।

তিনি বলছিলেন, ‘জুনে আমরা একটা স্পিন হান্ট করব। যেখানে থাকবে সব ধরনের স্পিনাররা। এবার অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার, রহস্য স্পিনার, সব ধরনের স্পিনার মিলিয়েই অনুষ্ঠিত হবে স্পিন হান্ট। এটা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। বিদেশি কোচের সঙ্গে দেশি কোচরাও থাকবেন সেখানে।’

গেম ডেভালপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের নেতৃত্বেই হবে মূলত এই স্পিনার হান্ট। এর আগে গেল বছরের নভেম্বর-ডিসেম্বরে মিরপুরের একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে চলেছিল ক্যাম্প।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।