সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরের দিকে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। এ সভায় অনান্যর মধ্যে মোহাম্মদ শরীফুল হক, কমান্ড্যান্ট, আইটিসি, সিরাজগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), মুহাম্মদ ফোরকান সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) শাহীনুর কবীর, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার) সাকিব হোসেনসহ সংশ্লিষ্ট থানার ওসিগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত ফোর্সদের জন্য কল্যাণকর বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিক নির্দেশনা দেন। এদিকে বিকেলের দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানার ওসিদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টির উপর বিশেষ গুরত্বারোপ করা হয়। পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন।