নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:৫৬। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

সুপার ফোর : বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, বিপাকে বাংলাদেশ

সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৩১
Link Copied!

অনলাইন ডেস্ক : চলমান এশিয়া কাপের গ্রুপপর্বের লড়াই শেষ। আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার ফোরের দ্বৈরথ। মরুর দেশের গরম আবহাওয়া, তারওপর দ্বিতীয় রাউন্ডের ঠাসা সূচি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

সূচি বিশ্লেষণে দেখা যাচ্ছে, বরাবরের মতো এবারও বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। অন্যদিকে, চাপের মুখে পড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলো।

ভারতের প্রথম সুপার ফোর ম্যাচ ২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর, যেখানে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। শেষ ম্যাচ ২৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতিটি ম্যাচের আগে ভারত পাচ্ছে পর্যাপ্ত বিশ্রাম এবং সবগুলো ম্যাচই হচ্ছে একই ভেন্যু—দুবাইয়ে।

আরও পড়ুনঃ  সম্ভাবনার অগ্রযাত্রায় নারীর অধিকার নিশ্চিতকরণ

অন্যদিকে, বাংলাদেশের সূচি অনেকটাই চাপের। প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর মাত্র এক দিনের বিরতির পর টানা দুটি ম্যাচ খেলতে হবে—২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তান। অর্থাৎ, ৬ দিনের মধ্যে ৩টি হাই-প্রেশার ম্যাচ, তার মধ্যে দুটি টানা দিনে—যা স্পষ্টতই শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর।

আরও পড়ুনঃ  জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, আতঙ্কে খালি করা হলো এলাকা

আজকের ম্যাচের আগে তবুও কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় লিটন দাসরা। শ্রীলঙ্কা সেটাও পাচ্ছে না। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দু’টি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই যেতে হবে লঙ্কানদের।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর তাদের দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে, তবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ফলে ভেন্যু পরিবর্তনের ভ্রমণ ক্লান্তি থাকবে তাদের জন্য। ভারতের সুবিধা ও বাকি দলের এই ব্যবধানগুলো নিয়েই সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সূচিতে ভারসাম্য না থাকায় একটি দল (ভারত) অনেকটাই সুবিধা পাচ্ছে, যা টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলোকে সময় ও ভ্রমণের চাপ সামলে খেলতে হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।