নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। বিকাল ৪:২০। ৬ জুলাই, ২০২৫।

সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার আহবান রাজশাহী এডিটরস ফোরামের

জুলাই ৫, ২০২৫ ৭:০৮
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : পেশা হিসেবে সাংবাদিকতাকে সম্মানজনক অবস্থানে রাখতে সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার আহবান জানিয়েছে রাজশাহী এডিটরস ফোরাম। শনিবার দুপুরে এডিটরস ফোরামের কার্যনির্বাহী কমিটির সভায় এই আহবান জানানো হয়। সামাজিকভাবে সাংবাদিকতা পেশার সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ থেকে নিজেদের বিরত থাকার আহবানও জানান ফোরামের নেতৃবৃন্দ। সেই সাথে স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয় সভায়।

আরও পড়ুনঃ  হলিউড থেকে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা

সভায় রাজশাহী এডিটরস ফোরামের গঠনতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে।

দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম।

আরও পড়ুনঃ  'পাখির গ্রামে' আসছে না পাখি

সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।