নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৪:৪১। ৪ জুলাই, ২০২৫।

সৃজলার বৃহস্পতি তুঙ্গে, দক্ষিণী নায়কের সঙ্গে জুটি বাঁধছেন?

সেপ্টেম্বর ১১, ২০২৩ ২:২৯
Link Copied!

অনলাইন ডেস্ক: বলিউডে বাংলার জয়জয়কার নতুন নয়। সর্বশেষ জওয়ান সিনেমাতেও সঞ্জিতা ভট্টাচার্যকে দেখা গেছে শাহরুখের গার্ল ব্যাটালিয়নে। এছাড়া মধুমিতা সরকার থেকে প্রিয়াঙ্কা সরকার—বলিউডে পা রেখেছেন অনেকে। এবার টলিপাড়ার আরেক চেনা মুখ সৃজলা গুহ।

একটি সিরিয়ালে চরম জনপ্রিয়তা, এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীর। পরে শন ব্যানার্জির সঙ্গে সিরিয়ালে কাজ। তারপর শোলঙ্কি রায়কে টেক্কা দিয়ে নতুন সিরিজে জায়গা করে নেন।

আরও পড়ুনঃ  হলিউড থেকে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা

এবার ওয়েব সিরিজের কাজ শেষ করেই নাকি জাতীয় স্তরের দিকে পা বাড়াবেন তিনি। কানাঘুষো রয়েছে, নেটফ্লিক্সের একটি সিরিজে তাকে দেখা যাবে। আর বিপরীতে কে আছে জানেন? তিনি বলিউডের কেউ নন। দক্ষিণী নায়ক রানা ডাগুবাতি। যদিও এ অভিনেত্রী এখনও এ প্রসঙ্গে মুখ খোলেননি।

আরও পড়ুনঃ  হঠাৎ কনে বেশে দীঘি!

এদিকে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় সৃজলা। মাঝে মধ্যেই নিজের উষ্ম ছবির কারণে চর্চায় থাকেন তিনি। কিছুদিন আগেও বিতর্কে জড়িয়েছিলেন। পরিচালকের সঙ্গে শোলাঙ্কির মতপার্থক্যের জের থেকেই শোলঙ্কি রায়কে টেক্কা দিয়ে নতুন সিরিজে জায়গা করে নেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।