স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় কোরবানীর গরু হাটে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক উল্টে গেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার আলীমগঞ্জ সেন্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই একই স্থানে গত ১০ জুলাই যাত্রীবাহী একটি বাস রং সাইডে গিয়ে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। ফলে ট্রলিটি বাসের নিচে ঢুকে গিয়ে চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন আরও দুইজন।
সেদিনের দুর্ঘটনায় বাস এবং ট্রলিটি যে স্থানে পড়ে ছিল ঠিক সেই স্থানেই শুক্রবার উল্টে পড়ে ছিল ট্রাক। স্থানীয়রা বলছেন, আলীমগঞ্জ এলাকার এই স্থানে রয়েছে একাধিক বাঁক। রাস্তাটিও খুব তেলতেলে, পিচ্ছিল। একটু বৃষ্টি হলেই সেই বাঁকে নিয়ন্ত্রণ হারান চালকরা। ফলে প্রতিনিয়তই এলাকাটিতে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ৬-৭ জন ব্যবসায়ী গরু নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম। আলীমগঞ্জ সেন্টারপাড়ার বাঁকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। চালক ট্রাক নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ট্রাকটি যে দিক থেকে আসছিল সে দিকে ঘুরেই রাস্তার পাশে উল্টে যায়।
ট্রাকটিতে ২০টি গরু ছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত দুটি গরুকে জবাই করা হয়। আর একটি পা ভাঙা গরু স্থানীয় একজন ব্যক্তির কাছে বিক্রি করে দেয়া হয়। অন্য গরুগুলোও কিছুটা আহত হয়। দুর্ঘটনায় একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে তার থানা এলাকায় যত দুর্ঘটনা ঘটে তার ৮০ ভাগই হয় আলীমগঞ্জ সেন্টারপাড়ায়।
ওসি বলেন, ওই স্থানটিতে বাঁক রয়েছে। সেইসঙ্গে রাস্তাটি পিচ্ছিল। চালকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এ রাস্তায় গাড়ি ভেসে যায়। এটা রাস্তার ত্রুটি। বিষয়টি সড়ক বিভাগকে জানিয়েছি। তারা যদি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় তাহলে দুর্ঘটনা কমবে।