নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১:৫৫। ৪ জুলাই, ২০২৫।

সৌদি আরবেই যাচ্ছেন মেসি!

মে ৯, ২০২৩ ৫:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন এটা প্রায় নিশ্চিতই ছিল। তবে নতুন সম্ভাব্য গন্তব্য হিসেবে ওঠে আসছিল বার্সেলোনাসহ বেশ কয়েকটি ক্লাবের নাম। তবে সব গুঞ্জন এবার থামতে যাচ্ছে। এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তিতে‘ সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। এরই মধ্যে চুক্তিও নাকি সেরে ফেলেছেন পিএসজি তারকা।

তবে মধ্যপ্রাচ্যের দেশটিতে মেসি কোন ক্লাবের হয়ে খেলবেন, তা এখনো জানা যায়নি। এদিকে, একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘এটা একটা বিশেষ চুক্তি। যা অবশ্যই বিশাল অঙ্কের। আমরা এই চুক্তির কাজ এখন গুছিয়ে আনার পথে আছি।’ তবে সোর্সের নাম খোলাসা করেনি বার্তা সংস্থাটি।

আরও পড়ুনঃ  ‘দুর্বল’ হলেও লড়াইয়ের ঘোষণা মায়ামির, মেসি থাকায় পিএসজি’র সমীহ

এদিকে, এএফপি এ বিষয়ে মেসির বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে যোগাযোগ করেছিল। ফরাসি ক্লাবটি থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি আছে মেসির।

এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, ৫২২ মিলিয়ন চুক্তিতে সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখাচ্ছেন মেসি। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে মেসির আবারও দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছে তাদের ভক্তরা। উল্লেখ্য, গেল বছরের শেষ দিকে রেকর্ড ট্রান্সফার ফিতে আল-নাসরে নাম লিখিয়েছিলেন রোনালদো।

এর আগে এল চিরিংগুইটো টিভির প্রতিবেদনে বলা হয়েছিল, আল হিলালের প্রস্তাবে ইতোমধ্যে হ্যাঁ বলে দিয়েছেন মেসি। চলতি মৌসুমের শেষেই সৌদিতে পাড়ি জমাবেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। অর্থ্যাৎ এখানেই পিএসজির সঙ্গে সম্পর্ক চুকাতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুনঃ  দুই মাসে দুই শিরোপা, ১০ দিন আগে বিয়ে—এখন সবই স্মৃতি

তবে এর বিপক্ষেও অনেক খবর ভেসে বেড়াচ্ছিল। কিছু মিডিয়া জানায়, আল হিলালের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন মেসি। আবার এমনো শোনা যাচ্ছে, হ্যাঁ কিংবা না কোনোটাই করেননি, এখনো হাতে রেখেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। তার প্রধান লক্ষ্য ইউরোপে থাকা। তবে বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্য বেছে নিতে পারেন।

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, শুধুই মেসি নয়, আরও বেশ কয়েকজন তারকা ফুটবলারের ওপর নজর দিয়েছে আল হিলাল। ইতোমধ্যেই মেসির সাবেক ক্লাব সতীর্থ সার্জিও বুসকেসের সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য চুক্তি সম্পন্ন করেছে সৌদির এই ক্লাব। পাশাপাশি জর্দি আলবার সঙ্গেও আলোচনা চলছে আল হিলালের।

আরও পড়ুনঃ  ঋতুপর্ণার গোলে বাংলাদেশের লিড

এর আগে ক্যারিয়ারের শুরু থেকে ২১ বছর বার্সায় খেলার পর ২০২১ সালের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। এরপর ৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচ দিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে। স্পেন, ফ্রান্সের পর এবার মেসির নতুন গন্তব্য হচ্ছে সৌদি আরব!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।