নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সন্ধ্যা ৬:২৮। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

স্ত্রী থাকতেও প্রেমিকাকে এনে থাকছেন স্বামী, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

জুলাই ২৬, ২০২৫ ৭:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : দুই সন্তানকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে জীবন গুছিয়ে নিচ্ছিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিনের বৈবাহিক টানাপোড়েন, মানসিক আঘাত, স্বামীর একাধিক নারীসঙ্গ ও দুর্ব্যবহারের অভিযোগ—সবকিছু সত্ত্বেও শান্তভাবে বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তিনি।

তবে নতুন করে সামনে এলো এমন এক তথ্য, যা অভিনেত্রীকে আবারও ক্ষেপিয়ে তুলেছে।

সামাজিক মাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নারী কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনকে সরাসরি ট্যাগ করে প্রশ্ন ছুঁড়ে দিলেন রিয়া—আইন কি শুধু প্রভাবশালীদের পক্ষে কথা বলে?

“রক্ষিতাকে বাড়িতে এনে সহবাস করছেন স্বামী!” এমনই ট্যাগলাইনে সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে রিয়া লেখেন,“আইনত এখনও বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও (মিস্টার অরিন্দম চক্রবর্তী) নিজের বাড়িতে রক্ষিতাটাকে এনে কি রাখা যায়? আমাদের ভারতীয় আইন কি বলে?”

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্সের পরীক্ষার তারিখ ঘোষণা

এর পাশাপাশি তিনি আরও লেখেন, “বাড়ির লোকেদের পূর্ণ সমর্থন রয়েছে এই লিভ-ইনে। শুধুই কি উচ্চপদস্থ সরকারি অফিসার বলে তার এই বাড়তি ‘সাহস’? সরকারি চাকরি করেও কিভাবে ওয়েব সিরিজ ও ফিল্ম পরিচালনা করছেন, সেটাও প্রশ্ন।”

সূত্রের দাবি, স্বামী অরিন্দম চক্রবর্তী বর্তমানে মালদায় তাদের পারিবারিক বাড়িতে এক জুনিয়র অভিনেত্রীর সঙ্গে বসবাস করছেন, এমনটাই জানতে পেরেছেন রিয়া। সেই অভিনেত্রী রিয়ার পরিচিত মুখ, যার সঙ্গে তার একসময় সুসম্পর্কও ছিল।

“প্রেমের কথা জানতাম, কিন্তু সহবাসের কথা জানলে…” রিয়ার বক্তব্য অনুযায়ী, স্বামীর প্রেমজ সম্পর্কের আভাস আগেও পেয়েছিলেন, তবে তার স্বামী যে এতটা নির্লজ্জভাবে এক মহিলাকে ঘরে এনে থাকতে শুরু করবেন, তা কোনওদিন কল্পনাও করেননি।

আরও পড়ুনঃ  ‘মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়’

তিনি লেখেন,“আমি এতটা সহ্য করেছি শুধু সন্তানদের মুখ চেয়ে। কিন্তু আজ যা জানলাম, তাতে আর চুপ থাকা যায় না।”

চুপচাপ বিচ্ছেদ নয়, এবার কী আইন পথে হাঁটবেন রিয়া?

গত কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে রিয়া ঘোষণা করেন যে তার ও অরিন্দম চক্রবর্তীর সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ। অভিনেত্রী লিখেছিলেন, “আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে ওর বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।”

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ভূমি সেবা ও জটিলতা নিরসনে বিশেষ শুনানি অনুষ্ঠিত

তবে তখনও আইনত বিবাহবিচ্ছেদের কোনো মামলা হয়নি বলে জানা গিয়েছিল। এই অবস্থায় নতুন করে এই সহবাস বিতর্ক সামনে আসায় প্রশ্ন উঠছে—এবার কি রিয়া আইনি পথে স্বামীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন?

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের পর সম্প্রতি বলিউডেও কাজ করেছেন রিয়া। তার কথায়,“দুই সন্তানকে নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু এমন বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।