শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: স্ত্রী নির্যাতন মামলায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৮ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা দায়ের করেন যুবলীগ নেতার স্ত্রী সুলতানা খাতুন মুক্তা। মামলা নং ৪৩ । রবিরবার দিবাগত রাত ২টার দিকে শিবগঞ্জ থানার এস আই বাসিরের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে পেগ্রতার করে। মামলার বিবরণে জানা গেছে- চলতি বছরের ১৭ মার্চ স্ত্রীকে অমানবিকভাবে নির্যাতন করে স্বামী মাসুদ রানা। স্ত্রী নিরাপত্তার কথা ভেবে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আহবান জানানো হয়। পরস্পর তিনটি নোটিশ অমান্য করায় বাধ্য হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বাদি জানান- দাম্পত জীবনে তিনটি সন্তানের কারো সাথে দেখা করতে দিচ্ছেনা বলে অভিযোগ করেন। এমনকি বাদির অগোচরে অন্য মেয়েকে গোপনে বিয়ে করে সংসার করে আসছেন মাসুদ। মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল বাশির জানান, সোমবার মাসুদ রানাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩