স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।
সোমবার বেলা ১১ টায় নগরীর রাজশাহী কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন দলের নেতা-কর্মীরা।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকল কর্মসূচি স্বাস্থ্য-সুরক্ষাবিধি মেনে রাজশাহী জেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা দোয়া মোনাজাত পরিচালনা করেন। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আমানুল হাসান দুদু, আমজাদ হোসেন নবাব, অ্যাড. ইব্রাহিম হোসেন, সাইফুল ইসলাম দুলাল, জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান, অ্যাড. আব্দুস সামাদ, আলফোর রহমান, মাহবুব উল আলম মুক্তি, অধ্যক্ষ মোজাম্মেল হক, অ্যাড. পূর্ণিমা ভট্টাচার্য, সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণাসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
1