নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। বিকাল ৪:৩৫। ৭ জুলাই, ২০২৫।

স্মার্টফোনে প্রমাণ্যচিত্র নির্মাণ নিয়ে রাজশাহীতে প্রশিক্ষণ

মার্চ ২৭, ২০২৩ ৪:৩৮
Link Copied!

স্টাফ রিপোর্টার: হাতের কাছে থাকা স্মার্টফোন দিয়েই প্রামাণ্যচিত্র নির্মাণ নিয়ে রাজশাহীতে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শহরের একটি হোটেলে আয়োজিত এ কর্মশালা সোমবার শেষ হয়েছে। তিন দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২৫ জন তরুণ-তরুণী।

আরও পড়ুনঃ  বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্রিটিশ কাউন্সিলের আওয়ার শেয়ারড কালচারাল হেরিটেজ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এ প্রকল্পের আওতায় লোকসংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক নির্দশন সংরক্ষণ এবং জনমুখী কাজ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সিসিডি বাংলাদেশ ও উড়ন্ত আর্টিস্ট কমিউনিটি। এছাড়া নলেজ পার্টনার হিসেবে যুক্ত আছে বরেন্দ্র গবেষণা জাদুঘর।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদ রিয়া গোপ ও সুমাইয়ার বাসায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ

এই কর্মশালায় শ্যুটিংয়ের আগে পরিকল্পনা অর্থাৎ মাইন্ড ম্যাপিং, স্টোরি বোর্ড তৈরি, শট ডিভিশন, অডিও-ভিডিও রেকর্ডের কৌশল, সম্পাদনা থেকে শুরু করে প্রয়োজনীয় অ্যাপ ও যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন মোবাইল সাংবাদিকতা বিশেষজ্ঞ ড. আব্দুল কাবিল খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।