স্টাফ রির্পোটার : নগরীর উপকন্ঠে হারুপুর আইবাঁধের কাছে দুপুরে গোসল করতে গিয়ে একজন রকিমুনেচ্ছা নামের ৭০বছর বয়সী এক বৃদ্ধা পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রোববার দপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রকিমুনেচ্ছা কাশিয়াডাঙ্গা থানাধীন গোবিন্দপুর উপজেলার মৃত: আতাহার আলীর স্ত্রী।
জানা গেছে, রকিমুনেচ্ছা গতকাল রোববার দপুর ১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে যান। গোসল করার এক পর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে লিডার মো: শামসুল আলম, ডুবুরী রিপন হোসেন ও জুয়েল রানার সহযোগীতায় ডুবুরী আব্দুর রাজ্জাক তাকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। রকিমুনেচ্ছার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।