অনলাইন ডেস্ক : কলকাতা টেস্টে ম্যাচ তিন দিনেই শেষ হবে, তা প্রায় শতভাগ নিশ্চিত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হাতে রেখে মাত্র ৬৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ‘অস্বস্তিকর’ ইডেন গার্ডেন্সের পিচে বড় ধরনের বিপর্যয় না ঘটলে জয়ের পাল্লা ভারতের দিকে ভারী বেশি। তবুও স্বাগতিকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে অধিনায়ক শুভমান গিলের ইনজুরি।
দ্বিতীয় দিন মাত্র তিন বল খেলে রিটায়ার্ড হার্ট হয়েছেন গিল। সাইমন হারমারের বলে বাউন্ডারি মারতে গিয়ে ঘাড়ে ব্যথা পান তিনি। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিওকে ডাকেন এবং ঘাড় ধরে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
গিল আর ব্যাটিংয়ে নামেননি। ১৮৯ রানে ৯ উইকেট হারিয়ে ভারতের ইনিংস শেষ হয়। প্রথম সেশনের পর বিসিসিআই জানায়, ঘাড়ে স্প্যাজমের কারণে বোর্ড মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে অধিনায়ককে।
দিনের খেলা শুরু হওয়ার আগেই গিলকে ঘাড়ের ব্যায়াম করতে দেখা গেছে। একই ধরনের ইনজুরিতে ২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলতে পারেননি তিনি।
দিনের বাকি সময় নেক ব্যান্ড পরে ড্রেসিংরুমে ছিলেন গিল। দিনের খেলা শেষ হতেই স্ক্যান করানোর জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। বোর্ড জানিয়েছে, আগামীকাল (রবিবার) তার মাঠে নামা নির্ভর করছে তার উন্নতি ও পরিস্থিতির ওপর।
গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে অধিনায়কত্ব করেছেন ঋশাভ পান্ত। রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করেছে ভারত। ৭ উইকেটে ৯৩ রান প্রোটিয়াদের স্কোরবোর্ডে জমা পড়েছে।

