নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ১১:৪২। ১৮ জুলাই, ২০২৫।

‘হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না’-মুফতি বশির উল্লাহ

জুলাই ১৭, ২০২৫ ৯:৫৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম বাংলাদেশকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহী নগরের একটি হোটেলে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী নগর ও জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুফতি বশির উল্লাহ বলেন, ‘আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু ওলামায়ে কেরামের ত্যাগের ফল হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তির পথে নেওয়ার চেষ্টা হলে আমরা তা প্রতিহত করব।’

আরও পড়ুনঃ  ইরাকের শপিংমলে অগ্নিকাণ্ডে হতাহত ৫০

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চাঁদাবাজদের সামলান, নইলে জনগণ আপনাদেরও ফ্যাসিস্টদের মতো তাড়িয়ে দেবে।’ তিনি বলেন, ‘ছাত্রদের রক্তের বিনিময়ে এই দেশ এসেছে। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা একচুলও ছাড় দেব না। ভারতের আধিপত্য চাই না, আমেরিকার গোলামিও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে পশ্চিমা হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’

আরও পড়ুনঃ  রাবিতে যোগ্যতা থাকা সত্ত্বেও ভাইভা থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘নারী কমিশনের সংস্কার’ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কথিত নারী সংস্কার বাস্তবায়ন হয়, তবে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতের রাজশাহী মহানগরের আহ্বায়ক মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপি। সম্মেলনের শেষ ভাগে রাজশাহী মহানগর ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  সাত বছরের মেয়েকে হত্যার পর বস্তাবন্দি করে পালাল সৎমা

নতুন কমিটিতে রাজশাহী মহানগরের সভাপতি করা হয়েছে মুফতি হুসাইনকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুস সবুর সিরাজী। জেলা কমিটির সভাপতি হয়েছেন মাওলানা শহীদুল ইসলাম। আর সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ইমরান উদ্দিন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।