অনলাইন ডেস্ক : স্যার গ্যারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রী, যুবরাজ সিংদের রেকর্ড ভেঙেছেন আকাশ চৌধুরি। ২৫৩ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান (১১ বলে ৫০) করেছেন তিনি। এই ইনিংস খেলার পথে টানা ৮ বলে মেরেছেন ছক্কা।
অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে এমন রেকর্ড গড়েছেন আকাশ। আট নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। যেখানে ১১ বলে ৫০ রান করেন তিনি। তার মধ্যে মেঘালয়ের ইনিংসের ১২৬তম ওভারে অরুণাচলের বাঁহাতি স্পিনার লিমার দাবির এক ওভারে ৬টি ছক্কা মারেন আকাশ। পরের ওভারেও পর পর দুই বলে দুটি ছক্কা মারেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স এবং ভারতের রবি শাস্ত্রীর পর বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬টি ছক্কা মারলেন আকাশ। তবে শাস্ত্রী, সোবার্সেরা পর পর ৬টি ছক্কা মেরেছিলেন। আকাশ মেরেছেন পর পর আটটি ছক্কা।
ম্যাচ শেষে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন আকাশ। তিনি বলেন, ‘আমরা ভালো জায়গায় ছিলাম। সাত পয়েন্ট পাওয়ার লক্ষ্য ছিল। তাই দ্রুত রান করার চেষ্টা করেছিলাম। দুটি ছক্কা মারার পরেই অপর প্রান্তের ব্যাটার এসে বলল, ‘পরের গুলোতেও ছক্কা মারার চেষ্টা করো।’ সেটাই চেষ্টা করেছি। সাত নম্বর ছক্কাটা অবশ্য আগে থেকে ভাবিনি। একটা ছন্দ এসে গিয়েছিল। তাই আরও দুটি ছক্কা মারি।’
তার খেলা পরের চার বলেও ছক্কা মারার চেষ্টা করেছিলেন আকাশ। কিন্তু পারেননি। তিনি বলেন, ‘আমি শুধু নিজেকে বলছিলাম, সোজা মারার চেষ্টা করব। কিন্তু বোলার পরের তিনটি বল বুদ্ধি করে করেছে। এমন জায়গায় বল ফেলেছে যেখান থেকে ছক্কা মারা কঠিন। তার পরই অধিনায়ক ডিক্লেয়ার করে দেয়।’

