নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। ভোর ৫:৫১। ৫ আগস্ট, ২০২৫।

নেত্রকোনায় অপহৃত কিশোরী রাজশাহীতে উদ্ধার, প্রধান আসামী গ্রেফতার

আগস্ট ৪, ২০২৫ ২:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা থেকে অপহরণের শিকার এক কিশোরীকে (১২) রাজশাহী থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এ সময় তাকে অপহরণের অভিযোগে মামলার প্রধান আসামী ধর্ষক ফয়সাল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ফয়সালের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি খামারপাড়া গ্রামে।

আরও পড়ুনঃ  নায়িকা হতে গেলে ক্লিভেজ দরকার, অভিনেত্রীকে পরিচালকের সার্জারির পরামর্শ!

রোববার রাতে ফয়সালের বাড়ি থেকেই ওই কিশোরীকে উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চোলাই মদ তৈরীর অপরাধে আটক ৪

র‌্যাব জানায়, গত ৫ জুন ওই কিশোরীকে নেত্রকোনা থেকে অপহরণ করে নিয়ে আসেন ফয়সাল। তাকে তার বাড়িতে আটকে রেখে ধর্ষণও করা হয়। এ ব্যাপারে ওই কিশোরীর বাবা নেত্রকোনার আদালতে একটি পিটিশন মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে: আমির খসরু

গ্রেফতার আসামি এবং ওই কিশোরীকে নেত্রোকোনার পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।