নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:২৫। ২৫ আগস্ট, ২০২৫।

২০২৯ ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর সময় জানালো ফিফা

আগস্ট ২৪, ২০২৫ ৭:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৯ সালে যে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তা আগেই জানানো হয়েছিল। তবে সেই আসর কোন সময় আয়োজন করা হবে তা চূড়ান্ত ছিল না। অবশেষে চূড়ান্ত হয়েছে সেটাও। ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৯ সালের গ্রীষ্মে। আসরটি আয়োজনে কাতার আগ্রহী থাকলেও ফিফার এই সিদ্ধান্তে দেশটির আয়োজক হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল!

কাতারের স্বপ্ন ভাঙার মূল কারণ টুর্নামেন্টের সময়সূচি। এর আগে ২০২২ বিশ্বকাপে যেমনটি হয়েছিল, কাতারে আসর হলে টুর্নামেন্টটি গ্রীষ্মের পরিবর্তে শীতে সরাতে হতো। এতে ইউরোপীয় লিগগুলোর সঙ্গে সংঘাত তৈরি হওয়ার শঙ্কা ছিল। এ কারণে গ্রীষ্ম অর্থাৎ জুন-জুলাইয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত কাতারের স্বাগতিক হওয়ার আশা প্রায় শেষ করে দিয়েছে।

আরও পড়ুনঃ  রেকর্ডের পর রেকর্ডে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

এরই মধ্যে মহাদেশীয় কনফেডারেশনগুলোকে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রে হওয়া এবারের ৩২ দলের টুর্নামেন্টের পর এবার আসর সম্প্রসারণের জোর আলোচনা চলছে। বড় ক্লাবগুলোর লবিংয়ের কারণে ২০২৯ সালে ৪৮ দলের ফরম্যাটে যাওয়ার দাবি জোরালো হলেও ফিফা এখনো ধাপে ধাপে দল বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেছে।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশনের শুনানিতে নজিরবিহীন বিশৃঙ্খলা

এখন পর্যন্ত স্পেন ও মরক্কো ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। পর্তুগাল সেই বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যায়নি। এদিকে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফিফা নতুন কাঠামো বিবেচনা করছে।

আরও পড়ুনঃ  আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

নতুন কাঠামো অনুসারে মূল পর্ব শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। যেখানে জয়ী দলগুলো মূল টুর্নামেন্টে জায়গা করে নেবে। সবশেষ আসরে কনকাকাফের প্রতিনিধি নির্ধারণের জন্য শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে প্লে-অফ আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতায় পড়তে চায় না ফিফা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।