অনলাইন ডেস্ক : মেয়ের মৃত্যুর পরও ২০ বছর ধরে বাড়ির ডিপ ফ্রিজে তার দেহ রেখে দেওয়ায় জাপানে এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। ৭৫ বছর বয়সী ওই নারীর নাম কেইকো মোরি।
এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাজধানী টোকিওর উত্তরপূর্বে ইবারাকি এলাকায় থাকেন মোরি। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার এক আত্মীয়কে নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে যান মোরি এবং সেখানে গিয়ে বলেন, তিনি তার বাসার ডিপ ফ্রিজে তার মেয়ে মরদেহ রেখে দিয়েছেন।
এই তথ্য জানার পর পুলিশ তার বাড়িতে যায় ডিপ ফ্রিজের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে। ওই মরদেহের পরণে ছিল একটি অন্তর্বাস ও টি-শার্ট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরি বলেছেন, এই মরদেহটি তার মেয়ে মাকিকো’র এবং গত ২০ বছর ধরে ডিপ ফ্রিজে তার মরদেহ রেখে দিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, মাকিকোর জন্ম হয়েছিল ১৯৭৫ সালে। সেই হিসেবে ২০ বছর আগে যখন মৃত্যু হয়, তখন তার বয়স ছিল ৩০ বছর।
কীভাবে তার মৃত্যু ঘটেছিল— সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, হত্যার কারণ জানতে মরদেহটি মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
মরদেহ সৎকার না করে সংরক্ষণের অভিযোগে মোরি-কে গ্রেপ্তার করা হয়েছে। মিকাকো ছাড়াও মোরি’র আরও কয়েক জন সন্তান আছে, তবে তাদের সংখ্যা কিংবা তাদের সম্পর্কিত কোনো তথ্য পুলিশ প্রকাশ করেনি।
ইরাবাকির ওই বাড়িতে স্বামীসহ থাকতেন মোরি। এক মাস আগে তার স্বামী মারা যান, তারপর থেকে একাই থাকছিলেন তিনি।
সূত্র : জিও টিভি