অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে দেশে ফের বেড়েছে মৃত্যু। পরীক্ষা বেশি হওয়ায় বেড়েছে শনাক্তের সংখ্যাও। ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৯২। একদিনে নতুন করে ২ হাজার ৫৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে কোভিড রাগী চিহ্নিত হয়েছেন ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৪১ জনসহ এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন সুস্থ হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রোববার দেশে ৩২ জনের মৃত্যু হয়। ওইদিন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৪ জন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৮৭টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৩৬টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত এক দিনে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী মারা গেছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩১ এবং ৬ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯১৮ জন পুরুষ এবং ৭৭৬ জন নারী। ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২০, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ৩, খুলনায় ৬, বরিশালে এক এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৪০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৬২ হাজার ৭১২ জন। প্রাতিষ্ঠানিক ও হোম মিলিয়ে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ১ হাজার ৮৭১ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৮০৬ জন।