নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৯:০০। ২ আগস্ট, ২০২৫।

৩৪ বল খেলতেই অলআউট ভারত

আগস্ট ১, ২০২৫ ৯:২৩
Link Copied!

অনলাইন ডেস্ক : আগের দিনের ৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। তার সঙ্গে আর ২০ রান যোগ করতেই আজ বাকি ৪ উইকেট হারিয়েছে ভারত। প্রথম দিনে ৬৪ ওভার খেলেছিল তারা। আর আজ মাত্র ৩৪ বল খেলতে পেরেছে তারা। তাতে আড়াইশ ছোঁয়ার আগেই অলআউট হয় শুবমান গিলের দল।

আরও পড়ুনঃ  এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী!

ওভাল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৬৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেছেন গাস আটকিনসন।

গত দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও করুন নায়ার আজ ভারতের হয়ে আবারো মাঠে নামেন। কিন্তু সকালে ইংলিশদের বোলিং তোপে কেউই তেমন একটা সুবিধা করতে পারেননি।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে সাবেক এমপি মিল্লাত ও হেনরীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

গত কালের ৫২ রানের সঙ্গে আজ আর ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন নায়ার। সবমিলিয়ে ১০৯ বলে ৫৭ রান করেছেন তিনি। সুন্দর আজ যোগ করতে পেরেছেন ৭ রান। তার ব্যাট থেকে এসেছে সবমিলিয়ে ২৬ রান।

আরও পড়ুনঃ  রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর সফরে আসছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতেই পারেনি। পরের দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ রানের খাতাই খুলতে পারেননি। তাতে দ্রুতই অলআউট হয় ভারত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।