নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:৩১। ১১ নভেম্বর, ২০২৫।

৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু

অক্টোবর ৫, ২০২৫ ১১:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : ৪৯তম বিসিএস (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৫ অক্টোবর) থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। পিএসসি ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী ১০ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। এ পরীক্ষার প্রার্থীরা আজ (৫ অক্টোবর) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত তথ্যের পরবর্তী সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার পিএসসি সংরক্ষণ করে।

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখেরও বেশি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবার মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। সেই হিসাবে ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।