নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৩:৩৩। ১৫ মে, ২০২৫।

৫শ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন গণপূর্তের প্রধান প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

সুমাইয়া সুলতানা হ্যাপি : পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পাবনার সদর থানাধীন হেমায়েতপুর এলাকায় মেডিকেল কলেজ চত্তরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট সকল প্রকৌশলীদের দিক নিদের্শনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের স্বাস্থ্য শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খাইরুল ইসলাম। এছাড়াও গণপূর্ত রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মিছবাহ উদ্দিন, গণপূর্ত পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, গণপূর্ত বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান, উপ-বিভাগীয়-১ প্রকৌশলী মোঃ মাসুদ রানা, উপ-বিভাগীয়-২ প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার, উপ-বিভাগীয় ই/এম প্রকৌশলী মোঃ মারুফ হোসেন, সহকারী প্রকৌশলী ষ্টাফ অফিসার-১ এস এম রায়হানুল ইসলাম, সহকারী প্রকৌশলী ষ্টাফ অফিসার-২ মোঃ মেহেদী হাসানসহ গণপূর্ত বিভাগ পাবনার সকল কর্মকর্তা কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে ইরানের সহায়তা চান রাজশাহীর ব্যবসায়ীরা

প্রসঙ্গ ২৯ আগস্ট মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  প্রতিদিন প্রতিমুহূর্তে গণশুনানি : রাজশাহী বিভাগীয় কমিশনার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।