নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১০:৩৩। ২৩ আগস্ট, ২০২৫।

৫০০ টাকার টিকিটে মাছ শিকার চলছে সোনাদিঘিতে, জানেই না রাসিক

আগস্ট ২২, ২০২৫ ১০:৩৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মালিকানাধীন সোনাদিঘিতে ৫০০ টাকার টিকিটের বিনিময়ে সৌখিন মৎস্য শিকারীদের মাছ ধরতে দেওয়া হচ্ছে। অথচ জানেই না রাসিক। যারা টিকিট বিক্রি করছেন, তারা পার্শ্ববর্তী মহল্লার লোকজন বলে জানা গেছে। শুক্রবারও সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কিছু সৌখিন মৎস্য শিকারীকে বড়শি ফেলে মাছ ধরতে দেখা গেছে।

এই দিঘির নামেই রাজশাহী শহরের এই এলাকাটির নাম হয়েছে সোনাদিঘি। এটি শহরের একেবারেই প্রাণকেন্দ্র। প্রায়ই এখানে টিকিট বেচে মাছ ধরার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো খোঁজই পায়নি নগর সংস্থা। শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা খোঁজ নিয়ে দেখবেন। এই দিঘি দীর্ঘ সময় ধরে কাউকে ইজারাও দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে অবৈধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা

শুক্রবার দুপুরে বড়শি ফেলে মাছ ধরছিলেন নগরের রাজারহাতা মহল্লার সাগর আহমেদ। তিনি বলেন, ‘আমার তিনটা বড়শি। আমি এখনও কোনো মাছ ধরতে পারিনি।’ তবে ৪ কেজি ওজনের একটি বোয়ালসহ কয়েকটি মাছ শিকারের কথা জানালেন হেতেমখাঁ এলাকার শিকারী নাজমুল ইসলাম।

সকাল থেকে বসে থেকেও কোনো মাছ পাননি বলে জানালেন হেতেমখাঁ গোরস্থান এলাকার বাসিন্দা মো. খোকন। তিনি জানান, এখানে প্রায়ই তারা মাছ শিকারে আসেন ৫০০ টাকার টিকিট কেটে।

আরও পড়ুনঃ  অসংক্রামক রোগ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

একই কথা জানালেন রাজারহাতা এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান আলী। তিনি বলেন, ‘সপ্তাহে ছয় দিন কাজ-কাম করি, একদিন মাছ ধরি। কখনো নদীতে, কখনো পুকুরে।’

যারা টিকিট বিক্রি করছেন, তাদের দাবি, তারা এক হাজার টাকা করে তুলে দিঘিতে মাছ ছেড়েছেন। শুক্রবারও ১০ হাজার টাকার সিলভার কার্প মাছ ছেড়েছেন। সপ্তাহে একদিন ৩০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে আশেপাশের মহল্লার মানুষকে সময় কাটানোর জন্য বড়শি ফেলতে দেন।

আরও পড়ুনঃ  বিপিএলে ফিক্সিং নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

তবে ইজারা না নিয়ে এভাবে টিকিট বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মো. মতিউর রহমান বলেন, ‘উন্নয়নমূলক কাজের জন্য দীর্ঘ সময় ধরেই সোনাদিঘি কাউকে ইজারা দেওয়া হয়নি। সেখানে কারও মাছ ছাড়ার দাবি করার যৌক্তিকতা নেই।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সোনাদীঘি কাউকে ইজারা দেওয়া নেই। সেখানে মাছ ধরার বিষয়টা আপনার মাধ্যমেই জানলাম। দেখি, আমি লোক পাঠিয়ে বিষয়টা দেখছি।’#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।