সংবাদ বিজ্ঞপ্তি : আগামী ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের উপনির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার ৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে এবং The Arms Act, ১৮৭৮ এর ১৭(ক)(১) ধারা মোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনের ২ দিন পূর্বে অর্থাৎ ৫ অক্টোবর ২০২১ হতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের ৫ দিন অর্থাৎ ১২ অক্টোবর ২০২১ পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় সকল ধরনের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার অর্ন্তভুক্ত হিসাবে বিবেচিত হবে না।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: somoyerkotha24news@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩