নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:২২। ২ জুলাই, ২০২৫।

৯০ দিনের জন্য শুল্ক হ্রাসে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

মে ১২, ২০২৫ ৪:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বাণিজ্য সম্পর্কের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। দুই দেশের মধ্যে সাম্প্রতিক আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে এবং পারস্পরিক পণ্যে আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য উল্লেখযোগ্য পরিমাণে কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খবর সিএনএনের।

সোমবার (১২ মে) এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। তার আগে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সপ্তাহব্যাপী টানা আলোচনা হয়। আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে উভয় পক্ষ একমত হয়েছে।

আরও পড়ুনঃ  ঘোষিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন

ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ মে থেকে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনবে। একইভাবে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামাতে সম্মত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আলোচনা অব্যাহত রাখতে একটি কাঠামোগত প্রক্রিয়া তৈরি করতে সম্মত হয়েছে উভয় দেশ। আলোচনা পর্যায়ক্রমে চীন, যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  পাবনায় চাঁদা না দেওয়ায় ভাগনের বাড়িতে আগুন দিলেন মামা

চীনের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন সহকারী প্রধানমন্ত্রী হি লিফেং। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

উভয় পক্ষ জানায়, ভবিষ্যত আলোচনায় অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুগুলো নিয়ে বিশেষজ্ঞ ও পরামর্শক পর্যায়ে বৈঠকের ব্যবস্থা রাখা হবে। এর মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধান অনুসন্ধানের পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার

বিশ্ববাজারে এই অগ্রগতির খবরে ইতিবাচক সাড়া মিলেছে। পর্যবেক্ষকদের মতে, দুই অর্থনৈতিক পরাশক্তির এমন উদ্যোগ বৈশ্বিক বাণিজ্যে স্থিতিশীলতা ফেরাতে বড় ভূমিকা রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।