নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:২৪। ৯ নভেম্বর, ২০২৫।

অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করবে : সিইসি

জুলাই ৩১, ২০২৩ ৩:০১
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অক্টোবরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, অক্টোবরের আগে তফসিল ঘোষণা সম্ভব নয়। কখন নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়’।
সিইসি বলেন, ‘ডিসেম্বরের (২০২৩) শেষ সপ্তাহে অথবা জানুয়ারির (২০২৪) প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
৯০ দিনের মধ্যে নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার কথা মাথায় রেখে সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে বলে একটি পত্রিকার সাথে সাক্ষাতকারে বলেছিলেন সিইসি।
পরে তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করে অক্টোবরের আগে তফসিল ঘোষণা সম্ভব নয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।