
স্টাফ রিপোর্টার : অগ্নিনিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিতে রয়েছে রাজশাহী শহরের পাঁচটি মার্কেট। এসব মার্কেটে অগ্নিকাÐ ঘটলে তা নিয়ন্ত্রণে বেগ পেতে হবে ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব মার্কেটের সামনে সতর্কতামূলক ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এ জন্য মার্কেটগুলোতে প্রচারপত্রও বিতরণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এই মার্কেটগুলো হলো- রাজশাহী নিউমার্কেট, হড়গ্রাম নিউমার্কেট, আরডিএ মার্কেট, সাহেববাজার কাপড়পট্টি এবং সোনাদীঘি মোড়ের সমবায় মার্কেট। এসব মার্কেটের অগ্নিকাÐের ঘটনা ঘটলে তা নেভানোর জন্য পানির যোগান পেতে সমস্যায় পড়তে হবে ফায়ার সার্ভিসকে। কোন কোন মার্কেটের দিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতেও সমস্যা হবে। মার্কেটগুলোর সামনে ফায়ার সার্ভিস যে ব্যানার টানিয়েছে তাতে লেখা রয়েছে- ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে এই মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানানো...
Developed by BDITHOST