স্টাফ রিপোর্টার: আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে বিভাগজুড়েই দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গ্রেপ্তারও করা হচ্ছে অনেককে। এগুলো ‘অতি উৎসাহী’ পুলিশের কাজ উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, ‘পুলিশ ভাইয়েরা আমাদের দেশের সন্তান। তাদের দায়িত্ব দেশের শান্তি বজায় রাখা। কিন্তু কিছু অতি উৎসাহী কর্মকর্তা বিএনপির সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করছেন। আপনারা অতি উৎসাহী হয়ে গণদুশমনে পরিণত হবেন না।’ মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মিজানুর রহমান মিনু এ কথা বলেন। এ সময় মিনু হুঁশিয়ারি দেন, পুলিশের অতি উৎসাহীদের বিরুদ্ধে আগামীতে মামলা করা হবে। নগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে করা হয়। রাজশাহী বিভাগীয়...
Developed by BDITHOST