
নওগাঁ প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘দক্ষ শ্রমিক ছাড়া অদক্ষ শ্রমিকের বাজার নেই বিশ্বে। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ শ্রমিক তৈরি করতে সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।’ রোববার বেলা ১২টায় নওগাঁর রানীনগর উপজেলা সদরে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘সরকার দক্ষ কৃষকদেরও বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে কৃষকদেরও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।’ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে হবে। তাঁর এই নির্দেশনা মোতাবেক এসব ট্রেনিং সেন্টার নির্মাণ করা হচ্ছে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় জনগণের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।’ মন্ত্রী আরও বলেন, ‘অবৈধ পথে যারা বিদেশে যায় তারা গিয়ে বিপদে...
Developed by BDITHOST